বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট  © সংগৃহীত

স্নাতক ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। ইবনে সিনা ট্রাস্ট তার জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ২০২৩ সালের জন্য বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজের আন্ডার গ্রাজুয়েট ও মেডিকেল টেকনোলজি পর্যায়ে কেবলমাত্র সরকারী প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে। 

আবেদনের শর্তাবলী:

* আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ/ মেডিকেল টেকনোলজি কোর্সে ২০২১-২২ সেশনে অধ্যয়নরত ১ম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে।

• আবেদনকারী ছাত্র-ছাত্রীকে এস.এস.সি/দাখিল ও এইচ.এস.সি/ আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।

www.ibnsinatrust.com ওয়েব সাইট হতে বিস্তারিত তথ্য ও শিক্ষাবৃত্তি ২০২৩ এর জন্য আবেদন করা যাবে।

• ৩১-০৫-২৩ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে আবেদন করতে হবে।

বৃত্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।
* প্রথম আবেদনকারীর ও নবায়ন উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সেমিসটারের ফলাফলের সত্যায়িত কপি।
* শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র (শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে)।
* যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
* পিতা বা অভিভাবকের আযের বিবরণ (স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে)।
* আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
* পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
* আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
* আবেদন কারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র।
* মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি।
* নতুন আবেদনকারীকে খামের উপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।

f7fa0ea3-0b06-4776-bfcf-3a629ef2a351


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence