ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০ PM
লোগো

লোগো © ফাইল ফটো

ঢাকা কলেজের সামনে ‘বন্ধু’-র সাথে ঘুরতে এসে ছিনতাইয়ের কবলে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী৷ ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর নাম ইকরা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেইনিং কলেজের মধ্যকার গলিতে এ ঘটনা ঘটে। এসময় ইকরা ও তার বন্ধুর সাথে থাকা মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ইকরার সঙ্গে থাকা ভুক্তভুগী আরেক শিক্ষার্থী সাব্বির গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন৷

এদিকে ছিনতায়ের ঘটনার সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মীর জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তারা হলেন- হালিম, নয়ন, শুভ, আরিফুল। এদের মধ্যে শুভ, নয়ন, আরিফুল ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ৷ এই তিন জনই ওই ছাত্রাবাসের ২০৩ নম্বর কক্ষে থাকেন এবং তারা ঢাকা কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন আহ্বায়ক কমিটির সদস্য লিখন সরকারের অনুসারী ৷

আরও পড়ুন: ঢাবির অন্য বর্ষের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে যা বললেন ভিসি

অপর জন হালিম উত্তর ছাত্রাবাসের ১০৭ নম্বর কক্ষে থাকে ৷ হালিম ঢাকা কলেজ ছাত্রলীগের মেয়াদউত্তীর্ন আহ্বায়ক কমিটির সদস্য জসীম উদ্দিনের অনুসারী ৷

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মীরা ঘটনার সাথে অভিযুক্তদের শনাক্ত করেছেন৷

অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও চুরি-ছিনতাইয় ও ক্যাম্পাসে বহিরাগত এনে মাদক সেবনের অভিযোগ রয়েছে। ছাত্রলীগের ঢাকা কলেজের উপরোল্লিখিত নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এসব করে আসছে বলে জানা গেছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শাবিপ্রবি শিক্ষার্থীদের নতুন ৪ প্রস্তাব

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ইকরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের বোন ইনিন তাজরিনের বান্ধবী। ছিনতাইয়ের ঘটনার পর ইকরা ব্যাপারটি ইনিনকে অবহিত করেন এবং ইনিন তাঁর ভাই (ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়) কে ঘটনা সম্পর্কে অবহিত করেন। এ খবর জানতে পেরে আল নাহিয়ান খান জয় তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে মীমাংসার দায়িত্ব দেন। তারপর রাত ১২ টার দিকে এ নিয়ে আল নাহিয়ান খান জয়ের নিউ মার্কেটের পাশে অবস্থিত বিশ্বাস বিল্ডার্সের বাসায় জড়িতদেরকে মীমাংসার উদ্দেশ্যে ডাকা হয় বলেও একটি সূত্র নিশ্চিত করেছে৷

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স. ম. কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোন কিছু জানেন না বলেও জানান।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের আবাসন কমিটির চেয়ারম্যান ও উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমন কোনো ঘটনা সম্পর্কে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে বিসয়টি খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।

‘ডিগ্রি আমাদের সুযোগ দেয়, কিন্তু শিক্ষা দায়িত্ববোধ শেখায়’
  • ১৯ জানুয়ারি ২০২৬
শারীরিক শিক্ষা কেন্দ্র নিয়ে যে অনুরোধ জানালো ঢাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ারম্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনকালীন সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুয়াকাটায় ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় …
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু স্থগিতের রিটকারী ভিপি প্রার্থী পাবেন ২.১% ভোট
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9