খুবির গণিত ডিসিপ্লিন প্রধানের দায়িত্বে অধ্যাপক মুন্নুজাহান

অধ্যাপক ড. মুন্নুজাহান আরা
অধ্যাপক ড. মুন্নুজাহান আরা  © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের প্রধানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মুন্নুজাহান আরা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ওই ডিসিপ্লিনের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে প্রফেসর ড. মুন্নুজাহান আরাকে এ দায়িত্ব দেয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ৩ বছর তিনি এই ডিসিপ্লিন প্রধাণের দায়িত্ব পালন করবেন।

এর আগে, প্রফেসর ড. সর্দার ফিরোজ আহম্মেদ ডিসিপ্লিনের প্রধান হিসেবে তার ৩ বছর মেয়াদ পূর্ণ করেন।

জানা গেছে, অধ্যাপক মুন্নুজাহান আরা খুবির গণিত ডিসিপ্লিনের সর্বপ্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম গণিত ডিসিপ্লিনের প্রধাণের দায়িত্ব পেলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সততা আর ভালোবাসা দিয়ে এই ডিসিপ্লিনের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করবো। এই ডিসিপ্লিনের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাবো।’

উল্লেখ্য, ২০০৫ সালের জুলাই মাসে তিনি প্রভাষক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০১৭ সালের জুন মাসে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।


সর্বশেষ সংবাদ