দৃষ্টি না থাকলেও স্বপ্নের আলোয় এগিয়ে তিন শিক্ষার্থী

৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

চোখে আলো নেই, তবু স্বপ্ন দেখার সাহস থেমে যায়নি। দৃষ্টিহীনতার সীমাবদ্ধতাকে পেছনে ফেলে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে তিনজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার দিন সকালে লাল মাটির ক্যাম্পাসে যখন হাজারো ভর্তিচ্ছু নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষায় ব্যস্ত, ঠিক তখনই আলাদা এক দৃশ্য চোখে পড়ে। সহায়কের হাত ধরে, আত্মবিশ্বাস আর প্রস্তুতির শক্তিকে সম্বল করে ডিন অফিসের একটি কক্ষে পরীক্ষায় বসেন এই তিন শিক্ষার্থী। চোখে না দেখলেও তাদের মনে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার স্পষ্ট স্বপ্ন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ‘এবার ভর্তি পরীক্ষায় তিনজন বিশেষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের সুবিধার্থে ডিন অফিসে আলাদা ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে।’

প্রশাসনের এই দায়িত্ব পালন অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের মূলধারায় যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা, সমান সুযোগের প্রত্যাশা আর নিজের যোগ্যতা প্রমাণের দৃঢ়তা এই তিন শিক্ষার্থীর উপস্থিতি সেই বার্তাই দেয়।

দৃষ্টিশক্তি হারালেও তাদের স্বপ্ন অটুট, মনোবল দৃঢ়। পরীক্ষার হলে বসে তারা যেন নতুন করে মনে করিয়ে দেয় স্বপ্ন দেখতে চোখ নয়, লাগে সাহস। আর সেই সাহস নিয়েই তারা এগিয়ে চলেছে আলোর দিকে, যেখানে দৃষ্টি নয়, মানুষ হিসেবে সম্মান অর্জন করা।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬