মুজিব বর্ষ উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
- গবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ PM
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৩য় বারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র সংসদের উদ্যোগে ৩০টি পিঠা স্টলে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। সকাল ১১টার দিকে ফিতা কেটে তিনি এ উৎসবের উদ্বোধন করেন।
পিঠা উৎসবে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী উৎসবগুলো খুবই মনোমুগ্ধকর। ছোটবেলায় দেখতাম মা-দাদিরা এই রকম বিভিন্ন ধরনের পিঠা বানাতো। এখানে শিক্ষার্থীদের হাতে তৈরী এসব পিঠা দেখে ছোটবেলার সেই পুরানো স্মৃতি মনে পড়ে গেলো। এমন সুন্দর, সুশৃঙ্খল আয়োজনের জন্য ছাত্র সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।’
উদ্বোধন শেষে প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানু, সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, উপ-রেজিস্ট্রার এস. তাসাদ্দেক হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা এবং সংগঠনগুলো ভিন্ন ভিন্ন সাজে সাজিয়েছে তাদের স্টলগুলোকে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারী পিঠায় সাজানো হয়েছে প্রতিটি স্টল। এছাড়া বিনোদনের জন্য ঘুড়ি উৎসব, গ্রামীণ খেলাধুলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ জানান, ‘এবারের পিঠা উৎসবে আমরা মোট ৩০টি স্টল বরাদ্দ রেখেছি। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরিকৃত বাহারী পদের পিঠা বিক্রি করছে। সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছে।'
উল্লেখ্য, ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পরের বছর দ্বিতীয়বারের মত এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।