খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের রিপোর্টিং শেষে বিভিন্ন ইউনিটের লাস্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেরিট তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘এ’ ইউনিটে সর্বশেষ ভর্তি সম্পন্ন হয়েছে মেরিট তালিকার ৮২৯ নম্বর পর্যন্ত, যেখানে মোট মেরিট ছিল ১০৩৩। ‘এআরসি’ ইউনিটে ৭৩ ও ৭৫ নম্বর মেরিটের মধ্যে ভর্তি সম্পন্ন হয়ে সর্বশেষ ভর্তি হয়েছে ৭১ নম্বর পর্যন্ত।
অন্যদিকে, ‘B’ ইউনিটে কোনো আসন ফাঁকা না থাকায় সর্বশেষ ভর্তি হয়েছে ৬১১ নম্বর মেরিট পর্যন্ত। ‘C’ ইউনিটে কোটার আওতায় মাত্র ১–২ জন ভর্তির সুযোগ থাকলেও সর্বশেষ ভর্তি হয়েছে ৬০৯ নম্বর মেরিট পর্যন্ত।
এছাড়া, ‘এফএ’ ইউনিটে কোনো আসন ফাঁকা নেই এবং এখানে সর্বশেষ ভর্তি হয়েছে ৮৩ নম্বর মেরিট পর্যন্ত। ‘ডি’ ইউনিটেও কোনো আসন শূন্য নেই; এই ইউনিটে ভর্তি সম্পন্ন হয়েছে ১২৯ নম্বর মেরিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেসব শিক্ষার্থী এসএমএস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রিপোর্টিংয়ের নির্দেশনা পেয়েছেন, তাদের আগামী ২১ জানুয়ারি ২০২৬ সশরীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্টিং সম্পন্ন করতে হবে।