কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক হলেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি

রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক শফি আলম

রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক শফি আলম © সংগৃহীত

দীর্ঘ ২৬ বছর পর আবারও সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। কলেজ প্রশাসন ও কর্মরত সাংবাদিক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গঠিত নতুন আহ্বায়ক কমিটিতে দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি শফি আলমকে আহ্বায়ক করা হয়েছে, যা ক্যাম্পাস সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

কুড়িগ্রাম সরকারি সরকারি কলেজে বন্ধ হয়ে যাওয়া সাংবাদিক সংগঠন, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোটার্স ক্লাব। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও বেশি দিন তার সক্রিয়তা ধরে রাখা সম্ভব হয়নি। পরে ২০০০ সালে রিপোটার্স ক্লাবের আনুষ্ঠানিকতা হারিয়ে যায়। দীর্ঘ ২৬ বছর পর ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থী যারা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত তাদের এবং কলেজ প্রসাশনের প্রচেষ্টায় নতুন করে রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে, আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত ও কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান পলাশ।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি শফি আলমক। সকালের শিরোনামের মো. নুর আলম নাহিদকে যুগ্ম আহ্বায়ক এবং তালাশ বিডির জাকারিয়া হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে চ্যানেল এ ওয়ান টিভির মো. আব্দুর রহমান, আজকের খবরের নাজিমুল ইসলাম, আজকের প্রতিদিনের আরমান হোসাইন, সকালের কাগজের আব্দুল্লাহ আল আমিন, সকালের প্রতিদিনের নুর আলম মিয়া, বাংলাদেশ খবরের আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিদিনের সুমাইয়া আক্তার, রাকিব সরকার ও জান্নাতুল ফেরদৌসকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজ জীবন থেকেই সাংবাদিকতার মৌলিক ধারণা, অনুসন্ধানী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করা জরুরি।

কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টার্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও গণমাধ্যম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক হবে।

ভেঙে পড়ল সোনাহাট সেতুর পাটাতন, দুর্ভোগে হাজারো মানুষ
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমান-ডা. শফিকসহ যে ৬ নেতার আসনে সব দলের প্রার্থিতা প…
  • ২০ জানুয়ারি ২০২৬
ডিআইইউতে অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান, শিক্ষার্থীদের ফু…
  • ২০ জানুয়ারি ২০২৬
আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল হয়েছে: নুর
  • ২০ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9