জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো
২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনকারী ৯৩ পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ডিসেম্বর মাসের ১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। একই সভায় ২০২৪ সালের ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন পরীক্ষায় অভিযুক্ত নাইমা আক্তার নামে এক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।
তালিকা দেখুন এখানে
আজ সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/পরীক্ষক/পর্যবেক্ষক/প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আনীত অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভা গত ১৭ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষ পরীক্ষায় অভিযুক্ত ৯৩ জন পরীক্ষার্থীর উত্তরপত্র, কৈফিয়ত পত্র, অভিযুক্ত পরীক্ষার্থীদের জবাব এবং নকলের আলামত পরীক্ষা নিরীক্ষা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিধি অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পরীক্ষার্থীর 'গ' ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল; ৫১ জন পরীক্ষার্থীর 'ঘ' ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল); ২৪ জন পরীক্ষার্থীর 'ঙ' ধারায় (সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না; ৭ জন পরীক্ষার্থীর 'ছ' ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না; একজন পরীক্ষার্থীর 'ঢ' ধারায় সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী পরপর ৩ বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মর্মে শান্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।