জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার (৪ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেয়া হয়।
আজ রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষ্যে অদ্য ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড/পাস ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও থাকতে করতে পারবে না।’