ইবিতে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয় © টিডিসি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারষ্পরিক সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির চেতনায় তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫।  

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়। 

অনুষ্ঠানে ইবির সমন্বয়কারী মামুন হোসেনের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়, আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াহাব শাহীন, হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস এবং মোতালেব বিশ্বাস লিখন। 

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের ৩০ মিনিট সময়ে ৫০ টি প্রশ্নের উত্তর করতে দেওয়া হয়। এসময় বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, সংসদ নির্বাচন, সরকার কাঠামো কেন্দ্রীক প্রশ্ন রাখা হয়। অলিম্পিয়াডে ৪৮ পেয়ে প্রথম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসিফ হোসেন। ৪৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন আল ফিকহ এন্ড ল বিভাগের শাকিব আল হাসান ৪৬ এবং ৪৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আব্দুল হামিদ খান। বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। 

সূচনা বক্তব্যে সংগঠনটির যশোর অঞ্চলের কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়ে চাকরি ক্ষেত্রসহ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে শুধু পড়াশোনা করেই চাকরি ক্ষেত্রে সফল হবে তাই নয়; বরং এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর‌ও যোগ্য করে তুলতে পারব। আমাদের সংগঠনটি তার‌ই জায়গা করে দিচ্ছে।

সংগঠনের উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। একটি দেশের ভালো নাগরিক হতে অবশ্যই সমাজ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচনী অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা।’

অজ্ঞান পার্টির ডিম খেয়ে মোবাইল-টাকা খোয়ালেন এমপি প্রার্থী
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী সফরের তালিকা প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মানব পাচারকারী দুই গ্রুপের গোলাগুলিতে এক কিশোরীর মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি নিয়ে দর কষাকষি, বড়লাটের দেহরক্ষীর গুলিতেই কি নিহত হয়েছ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9