ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরু, শিক্ষার্থীদের স্বস্তি

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভিড়
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভিড়  © সংগৃহীত

কয়েকদিন ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে নানা জটিলতার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে।বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিভাগে গেলে কিছু শিক্ষক গড়িমসি করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ বিভাগগুলোতে সশরীরে উপস্থিত হয়ে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ভর্তির উদ্দেশ্যে ক্যাম্পাসে আসলেও ভর্তি না হয়েই ফিরে যেতে হয়েছে। আজকে থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিনের ভোগান্তির পর আজ ভর্তি হতে পেরে খুব স্বস্তি বোধ করছি, কখন খুব আনন্দ লাগছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমাদের কিছু কাগজপত্রের ঘাটতি ও প্রস্তুতির অভাব ছিল সেটা আমরা সম্পন্ন করেই মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আজকে ভর্তি কাজক্রম শুরু করেছি। আশা করছি, ভর্তি কার্যক্রমের বিষয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের কোন সমস্যা না হয়। তারা যেন ঠিকঠাক মত ভর্তি হয়ে তাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে পারে। এ বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুত আছি।

কবে নাগাদ শ্রেণি কার্যক্রম শুরু হবে এমন প্রশ্ন উত্তরে তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে শ্রেণী কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। তবে, যেহেতু শিক্ষকদের ধর্মঘট চলছে সেটার ওপরে ক্লাস শুরুর বিষয়টি নির্ভর করছে। যদি শিক্ষকদের ধর্মঘট দীর্ঘ হয় সেক্ষেত্রে ক্লাস শুরুর বিষয়ে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।

 

 


সর্বশেষ সংবাদ