কুবিতে মার্কেটিং বিভাগের দুই গুণী শিক্ষককে গবেষণা প্রণোদনা

২৫ অক্টোবর ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০১:১০ PM
কুবিতে মার্কেটিং বিভাগের দুই গুণী শিক্ষককে গবেষণা প্রণোদনা

কুবিতে মার্কেটিং বিভাগের দুই গুণী শিক্ষককে গবেষণা প্রণোদনা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গবেষণায় বিশেষ অবদানের জন্য মার্কেটিং বিভাগের ২ জনসহ ১২ গুণী শিক্ষককে সম্মাননা সনদ ও গবেষণা প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রণোদনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রণোদনা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল হাসান রয়েছেন। এছাড়াও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জে. এম. আবিদ সালমান চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল মনি, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ ও সহযোগী অধ্যাপক ড. মিথুন কুমার দাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক আলিমুল রাজী। একই সাথে ‘বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড’ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী তার বক্তব্যে বলেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করবেন। পাঠ্যক্রমে গবেষণার বিষয় অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের চিন্তা-ভাবনার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি গবেষণায় যুক্ত হবে, বিশ্ববিদ্যালয় তত বেশি সমৃদ্ধ হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘যারা শিক্ষকতার পাশাপাশি গবেষণাকে আপন করে নিয়েছেন, তারা সত্যিকার অর্থেই আদর্শ শিক্ষক। ক্লাস পারফরম্যান্স, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতা মিলিয়েই একজন পূর্ণাঙ্গ শিক্ষক গড়ে ওঠেন।’

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9