ট্রেনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ৫

ট্রেন
ট্রেন   © সংগৃহীত

দুর্গাপূজার ছুটি শেষে ট্রেনে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে সাক্ষী করা হয়েছে।

আটককৃতরা হলেন, তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন, এবং মো. ফাহিম হোসেন। অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

অভিযোগপত্রে বলা হয়,   গত ৫ অক্টোবর দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে শিক্ষার্থীটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মনতলা স্টেশনে পৌঁছালে কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে। প্রতিবাদ জানালে তারা আরও অশালীন ভাষায় গালাগালি ও হুমকি দেয়। বিকেল পাঁচটার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা রেলস্টেশনে, অভিযুক্ত তানভীর হোসেন নাজিম অন্যদের সহযোগিতায় ভুক্তভোগীকে যৌন হয়রানির চেষ্টা করেন। 

ভুক্তভোগীর স্বামী বলেন, ট্রেনে ওঠে কয়েকজন ছেলে আমাদের সঙ্গে মিসবিহেব করেন। বাধা দিলে তারা উল্টো হুমকি দেয় এবং আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গতকাল এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের খবর পাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা পাঁচজনকে আটক করি। ওই ঘটনাটি ট্রেনসংক্রান্ত, তাই অভিযোগটি লাকসাম রেলওয়ে থানায় রেফার করেছি। বিষয়টি তারা দেখবে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ইভটিজিং সংক্রান্ত আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সাক্ষী ও অভিযুক্তদের বক্তব্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ