কুকসু গঠনতন্ত্র প্রণয়নকল্পে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ক্রিয়াশীল সংগঠনসমূহের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য-সচিব/সচিবদের সঙ্গে এবং দুপুর ২টায় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নম্বর হলরুমে (৫ম তলা)।
গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘কুকসুর গঠনতন্ত্র তৈরি করার জন্য আমরা অনেকগুলো মিটিং করেছি। এখন আমরা ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করব। সেখানে শিক্ষার্থীদের মতামত শুনবো। তারপর আমরা একটি খসড়া অনলাইনে আপলোড করব একটি নির্দিষ্ট সময়ের জন্য যাতে শিক্ষার্থীরা তাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমরা চাচ্ছি শুরুতেই একটি ভালো খসড়া তৈরি করতে।’