জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু ১৩ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল ১৩ অক্টোবর। আবেদন করা যাবে ২৩ অক্টোবর। এ আবেদন করতে অনলাইনে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফি ১,০০০ (এক হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন শেষে প্রাপ্ত Pay Slip ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দিতে হবে। এ ছাড়া সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা—নগদ, বিকাশ, রকেট—অথবা বিভিন্ন ধরনের কার্ড (American Express, Visa, MasterCard, DBBL Nexus) দিয়েও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা চাইলে নিজস্ব একাউন্ট থেকেও অনলাইনে অর্থ ট্রান্সফার করতে পারবেন।

আবেদনের জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd এ গিয়ে Services ⇒ Re-Evaluation মেনু থেকে বা সরাসরি http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন, পে-স্লিপ ডাউনলোড বা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে অর্থ জমা দিলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

এ ছাড়া আবেদনকালে পত্রকোড সঠিকভাবে পূরণে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভুল কোডে আবেদন করলে তা পরবর্তীতে সংশোধন করা সম্ভব হবে না।


সর্বশেষ সংবাদ