মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ১৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে গ্রহণ করতে হবে। পরীক্ষার ফরম পূরণের সময় দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অবশ্যই অনলাইনে প্রদান করতে হবে, অন্যথায় ফরম পূরণ করা যাবে না।

আরও পড়ুন: শাবিপ্রবিতে শেখ মুজিব-ফজিলাতুন্নেছাসহ তিন হলের নাম পরিবর্তন

এতে আরও বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষায় ১৫% এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫% নম্বর বণ্টন করতে হবে। কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন। মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শীট পৃথক প্যাকেটে প্যাকেটজাত করে আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে। প্যাকেটের উপর স্পষ্টভাবে “২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা” লাল কালিতে লিখতে হবে।

এছাড়া যেসব কলেজ পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে প্রথম ইনকোর্স পরীক্ষা গ্রহণ শুরু করেছে, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!