জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য বা আংশিকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা শুধু অকৃতকার্য পত্রে অংশ নিতে পারবেন।

ফরম পূরণের নিয়মাবলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর অধ্যক্ষ কর্তৃক যাচাই ও অনুমোদন শেষে প্রিন্ট কপি কলেজে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, পূর্ববর্তী প্রবেশপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিভাগীয় অনুমতিপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। নির্ধারিত ফি জমা না দিলে প্রবেশপত্র ইস্যু করা হবে না। ভুল বিষয় কোড এন্ট্রি হলে পুনরায় সঠিকভাবে পূরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই কলেজ ও পরীক্ষার্থীদের সময়মতো ফরম পূরণ ও ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ