জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় জনস হপকিন্সের সঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি

জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ম্যারিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) সিলেবাস রিভিউ ও রিসোর্স ম্যাপিং কার্যক্রম শিগগিরই শুরু হবে। পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণার কাজও হাতে নেওয়া হবে। প্রাথমিক আলোচনা ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় শিক্ষার্থীদের জন্য দেশের অন্যতম সেরা এমপিএইচ প্রোগ্রাম চালু করার লক্ষ্য রয়েছে। বিশ্বের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাগার, জাতীয় ও আন্তর্জাতিক সেন্টার এবং আধুনিক বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশও ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেশন জট, পরীক্ষা-সংক্রান্ত সমস্যা ইত্যাদি সমাধানে ইতোমধ্যে ৫০টিরও বেশি সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

উপাচার্য বলেন, ‘কয়েক যুগের সমস্যা এক রাতের মধ্যে সমাধান সম্ভব নয়। তবে আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড-সংক্রান্ত বেশিরভাগ সমস্যার সমাধান হবে।’

ফি রিভিউ প্রসঙ্গে ড. আমানুল্লাহ জানান, গত এক যুগে বিশ্ববিদ্যালয়ের কোনো ফি পুনর্বিবেচনা করা হয়নি, অথচ অন্যান্য খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। এজন্য ফি রিভিউ করা হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থাভাবে পড়াশোনা থেকে বাদ না পড়ে সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ