গকসু নির্বাচন: নিরাপত্তা-স্বচ্ছতায় ভোট ২৫ সেপ্টেম্বর

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ AM
গকসু নিবার্চন

গকসু নিবার্চন © সংগৃহীত

আসন্ন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে নিরাপত্তায় আচ্ছাদিত, মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা, বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নং সভাকক্ষে ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও শৃঙ্খলা কমিটির সংবাদ সম্মেলন ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গবিসাসের সাথে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তাজনিত প্রস্তুতি, সুষ্ঠু পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির বিষয়ে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন বলেন, তফসিল অনুযায়ী নির্বাচনের মোট ১৩টি ধাপের মধ্যে ১১টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের ধাপ বাকি। ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, আনসার ও এনএসআইর ৩৫০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এছাড়া গঠন করা হবে কুইক রেসপন্স টিম।

নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রসঙ্গে প্রধান রিটার্নিং অফিসার বলেন, সর্বমোট ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। বিভাগ ভিত্তিক আলাদা আলাদা কেন্দ্রে ভোট দিবে শিক্ষার্থীরা। প্রতি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ও ৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবে। এরমধ্যে ২ জন স্ব বিভাগের এবং বাকী ২ জন পোলিং অফিসার ভিন্ন বিভাগের থাকবে। এছাড়া ভোট গ্রহন ও গণনা পর্যবেক্ষণের জন্য ১ জন কর্মকর্তা থাকবেন প্রতিটি কেন্দ্রে। ভোট গ্রহণ শেষে প্রতি কেন্দ্রে পৃথকভাবে হাতে করে (ম্যানুয়ালি) ভোট গণনার পর নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। স্ব বিভাগের শিক্ষকের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর ঢুকতে দেয়া হবে ভোট কেন্দ্রে। ভোটার তালিকা অনুযায়ী ভোটারকে শনাক্ত করে ব্যালট পেপারে সাক্ষরের পর ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার প্রদান করা হবে। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হবে সিসি ক্যামেরা যা সরাসরি দেখানো হবে কেন্দ্রের বাইরে স্থাপন করা বড় পর্দায়। এতে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে ভোটকেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ চলছে কোন প্রকার অসংগতি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারবে।

শৃঙ্খলা কমিটির প্রধান মো. শাহ্ আলম বলেন, ‘নির্বাচনের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে রাষ্ট্রীয় আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরাপত্তাবাহিনী সার্বক্ষণিক উপস্থিত থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে।’

গকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, ‘ইতিপূর্বে তফসিল অনুযায়ী অধিকাংশ কার্য সম্পন্ন হয়েছে। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ ও গণনা চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল ব্যবস্থাই নেয়া হবে।’

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

ট্যাগ: গকসু
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9