বাউবি
প্রতারণার অভিযোগে ৩ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
- বাউবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত তিন শিক্ষক হলেন সার্ডের অধ্যাপক ড. মো. শাহ আলম সরকার, ওপেন স্কুলের অধ্যাপক ড. আমিরুল ইসলাম ও স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম। তাদের বিরুদ্ধে সালেহা খন্দকার নামে একজন শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন তারা ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে বেআইনিভাবে নিজ নামে ও বেনামে প্রতারণা, জাল-জালিয়াতি করে অবৈধ সম্পদ অর্জন, আত্মসাৎ এবং জনসাধারণকে মিথ্যা হয়রানি করেছেন। অভিযোগ পর্যালোচনা করে সুপারিশ প্রদানের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) ড. সাঈদ ফেরদৌসকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে উপাচার্য বরাবর রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সাঈদ ফেরদৌস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন; এই বিষয়ে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে। সুতরাং আদালতের বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। আমরা তদন্ত কমিটির রিপোর্ট যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপাচার্যের কাছে যথাসময়ে জমা দেব।
উল্লেখ্য, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সালেহা খন্দকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন।