জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ আবু সাঈদের নামসহ ১৯ ভুল

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলা ভাষার প্রতি অবহেলার আরেকটি নজির রাখল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সংবাদকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল বানানের ছড়াছড়ি লক্ষ করা গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মোহাম্মদ আলী। এই সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামের বানানসহ মোট ১৯টি ভুল শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে থাকা ভুলগুলো হলো—খ্রিস্টাব্দ, চীফ, মাদরাসা, দূর্নীতির, উদযাপন, অথিতি, ঐক্যমতের, দাড়াতে, দূর্নীতিমুক্ত, কর্মকর্ত, কর্মচারিবৃন্দ, মাদরাসার, শিক্ষাথী, ২,০০০০০, টকার, শহীদ আবু সাইদ গ্রান্থাগার, গ্রান্থাগার ও নাম করণ। এ ছাড়াও রয়েছে বিরামচিহ্নের ভুল ব্যবহার ও বাহুল্যদোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে থাকা ভুলগুলোর শুদ্ধরূপ হলো—খ্রিষ্টাব্দ, চিফ, মাদ্রাসা, দুর্নীতির, উদ‌্‌যাপন, অতিথি, ঐকমত্যের, দাঁড়াতে, দুর্নীতিমুক্ত, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, মাদ্রাসার, শিক্ষার্থী, টাকার, শহীদ আবু সাঈদ গ্রন্থাগার, গ্রন্থাগার ও নামকরণ।

এ ছাড়া ২,০০০০০ টাকার হাজারের ঘরে কমা (,) দেওয়া হয়নি নিয়মানুসারে। এই ভুলের শুদ্ধ হলো—২,০০,০০০।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা (পরিচালক) স্বাক্ষরিত লেখা থাকলেও কর্মকর্তার স্বাক্ষর নেই। অন্যদিকে অনুলিপির ২টি নম্বরের ৩টি শব্দেই (আইসিটিশাখা, ওয়েবসাইটেপ্রকাশের জন্য, অফিসনথি) কোনো বিরতি (স্পেস) দেওয়া হয়নি। তাছাড়া সংবাদ বিজ্ঞপ্তির শুরুতে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায়ও (পশ্চিমধানমন্ডি) স্পেস দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মোহাম্মদ আলীকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

সংবাদ বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence