রক্তদাতাদের সম্মানে বাঁধনের ফল উৎসব

বাঁধন, গোবিপ্রবির ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
বাঁধন, গোবিপ্রবির ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রক্তদানের আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে রক্তদাতাদের সম্মানে বাঁধন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ইউনিটের উদ্যোগে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বাঁধন গোবিপ্রবি ইউনিটের বিভিন্ন দায়িত্বশীল সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়মিত রক্তদাতারা উপস্থিত ছিলেন।

বাঁধন গোবিপ্রবি ইউনিটের সভাপতি মনিরা মিরাতুজ লতা বলেন, আমরা বাঁধন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট, আগামীকাল শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমাদের সকল ডোনারদের নিয়ে একটি ছোট পরিসরে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছি। সঙ্গে ছিল ডোনারদের নিয়ে ফল উৎসব উদ্‌যাপন এবং প্রতিবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি। তবে মুখ্য উদ্দেশ্য ছিল ডোনারদের রক্তদানের অভিজ্ঞতা এবং রক্তদানে নানামুখী সমস্যা সম্পর্কে তাদের কাছ থেকে অবগত হওয়া।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন গোবিপ্রবি ইউনিটের সম্মানিত সর্বাধিক সংখ্যক ডোনার, বাঁধন কর্মী, সক্রিয় কর্মী, বিশেষ সদস্য, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, বাঁধনের শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা মণ্ডলী। সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও নিরবচ্ছিন্ন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এগিয়ে যাক বাঁধন গোবিপ্রবি ইউনিট—তার সকল শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।


সর্বশেষ সংবাদ