সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও নজরুল কলেজের শিক্ষার্থীদের
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০২:৫০ PM
ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) বেলা ১১টায় কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ কলেজের সকল শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে একত্রিত হতে থাকে।
পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি আলোচনা করে। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে ৭ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানে দিতে থাকে।
ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান, ছাত্রদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল ছাত্রাবাস সংস্কার। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে কলেজের একমাত্র ছাত্রাবাসটি সংস্কার করা হবে এবং দখলমুক্ত করা হবে।
ছাত্রদের দ্বিতীয় দাবি ছিল পরিবহন ব্যবস্থা নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক সংকট নিরসন সহ যে দাবিগুলো ছিল তা নিয়ে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তারা।