৭ দফা দাবিতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কলেজের মূল ফটকের সামনে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কলেজের মূল ফটকের সামনে ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার ( ৭ মে ) কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

আন্দোলনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা নানান সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনো সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে একত্র হয়েছেন।

ইরফান আহমেদ ফাহিম সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আমাদের সাত দফা দাবি এই সাত দিনের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ‘১৫৩ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কবি নজরুল সরকারি কলেজ দাঁড়িয়ে থাকলেও এখনো শির উঁচু করে দাঁড়াতে পারেনি। শির উঁচু করে দাঁড়াতে আমাদের যৌক্তিক দাবি আদায় ছাড়া কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার শেষ দিন আজ

কবি নজরুল কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল সরকারি কলেজ রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি নানান সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা তাদের যুক্তিযুক্ত দাবি তুলে ধরলেও কার্যকর কোনো ফল চোখে পড়েনি। তাই এবার শিক্ষার্থীরা নিজেদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো
১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।
২. ছাত্র-ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।
৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।
৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।
৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।
৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence