সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ মঞ্চ তৈরি করছেন শিক্ষার্থীরা

১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৫ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:১৬ PM
ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির কাজ চলছে

ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির কাজ চলছে © টিডিসি

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত এবং হালনাগাদকৃত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের মূল ফটকের সামনের ফুটপাতের একটি অংশে কাঠ ও বাঁশের মাধ্যমে পূর্বঘোষিত অধ্যাদেশ মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। অন্যদিকে ক্যাম্পাসে পরীক্ষা থাকায় বাহিরে আন্দোলনকারী স্বল্পসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন।

অধ্যাদেশ মঞ্চের ব্যাপারে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে মুখপাত্র আবদুর রহমান বলেন, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। এর মধ্যে ঢাকা কলেজ, ইডেন, বদরুন্নেসা মিলে একটি অথবা দুটি, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি।

তিনি জানান, ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।

আবদুর রহমান বলেন, এই সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ আপডেট এলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে। বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে একত্র হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।

এর আগে গতকাল সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত এবং হালনাগাদকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে। ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে পালাবদল করে ভ্রমণ করবে। আগামী ২২ জানুয়ারি, বেলা সাড়ে ১১টায়, ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ এবং সাত ক্যাম্পাসে স্থাপন করা অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এসে জমায়েত হবেন।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘কর্মসূচির কারণে সৃষ্টি হওয়া সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, শিক্ষার্থীদের অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষার গ্লানি থেকে মুক্তির জন্য যে আন্দোলন চলছে, সেটি পূরণ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যেতে বাধ্য।’

পে-স্কেলে ৪০ ঊর্ধ্বদের চিকিৎসা ভাতা বাড়ছে ৩৫০০ টাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9