সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি
সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় অধ্যাদেশ জারি না হলে সায়েন্সল্যাব মোড় না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটায় তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের এ কর্মসূচির ফলে সায়েন্সল্যাব-সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
ঢাকা কলেজের মাহমুদ হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ১৫ জানুয়ারির আগে রাজপথে নামতে চাইনি। সরকার যেহেতু সময় নিয়েছে, তাই আমরা অপেক্ষা করেছি। কিন্তু এ সময়ের মধ্যে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা সাইন্সল্যাব মোড় ছাড়বো না।’
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের জড়ো হয়ে বিক্ষোভ করেন ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব অবরোধ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।
এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক মতবিনিময় সভার আয়োজন করে। সভাগুলোয় পাওয়া মতামত ও পরামর্শের ভিত্তিতে আইনটির খসড়া হালনাগাদ করা হয়। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যে আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে এমন আশ্বাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অধ্যাদেশ জারি করেনি সরকার।