কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে চবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরণ অনশন 

২৩ এপ্রিল ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
অনশন কর্মসূচি

অনশন কর্মসূচি © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ সদস্য। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ অনশন পালন করছেন নেতাকর্মীরা।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের আশরাফ চৌধুরী, ইংরেজি বিভাগের নওশিন তাবাসসুম যূথী, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মোহাম্মদ ইসমাইল, আরবি বিভাগের ফুয়াদ হোসেন ও তানভীর হোসেন অন্তু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেহেদী হাসান, ইতিহাস বিভাগের উৎস মাহমুদ। 

অনশনরত বাগছাস কর্মী মেহেদী হাসান বলেন, কুয়েটের নির্লজ্জ ভিসি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে আমাদের আমরণ অনশন চলবে। শিক্ষার্থীদের উপর অবিচার করার কারণে আমরা ভিসি মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

অনশনকারী নওশীন তাবাসসুম যূথী বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সাতজন আজকে অনশনে বসেছি। কুয়েট শিক্ষক সমিতিসহ যারা ভিসি মাসুদের পেছনে থেকে কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই জানি কীভাবে কুয়েটে শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে। ভিসি মাসুদ পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। 

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েট ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ বহিষ্কার প্রহসনমূলক দাবি করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সনদ জালিয়াতি করে বিসিএস পররাষ্ট্র ও প্রশাসন ক্যাডারে চাকরি,…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রশাসনিক অনুমতি দিচ্ছে মন্ত্রণালয়
  • ২৭ জানুয়ারি ২০২৬