ইউজিসিতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় নামকরণ সভা চলছে

১৬ মার্চ ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
সাত কলেজ

সাত কলেজ © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে ইউজিসিতে ২৯ সদস্যের প্রতিনিধি দলের সভা চলছে। রবিবার (১৬) সকাল ১০ টায় এ সভা শুরু হয়।

নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থীরা। নতুন এই বিশ্ববিদ্যালয়ের জন্য পছন্দের তালিকায় রয়েছে পাঁচটি নাম।

সেগুলো হলো, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; ‘ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি’, ‘ঢাকা মহানগর ইউনিভার্সিটি’ এবং ‘ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামগুলোর পক্ষেও মতামত দিয়েছেন অনেকে।

সাত কলেজের শিক্ষার্থীরা জানান, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চাইছেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এরপর অনেকের পছন্দ বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তবে দুটি নামের বিষয়ে খোদ সাত কলেজের শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজনের ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কনফারেন্স রুমে ১৬ মার্চ সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সভা অনুষ্ঠিত হবে।

 

ভোটারধিকার হরনকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও আরেকটি দলের ষড়যন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতার একযোগে পদত্যাগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬