বাউবিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্সে ভর্তির সুযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ‘মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট’ (দুর্যোগ ব্যবস্থাপনা) কোর্সের তৃৃতীয় ব্যাচ, জানুয়ারি ২০২৫ সেশনে ২ বছর মেয়াদি ৪ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন এই কোর্সে ভর্তিতে।

কোর্সের যা থাকবে/বৈশিষ্ট্য

*২ বছর মেয়াদি কোর্স ;

*৪ সেমিস্টারের (প্রতি সেমিস্টার ৬ মাস) কোর্স;

*মোট ১৬টি কোর্স (৬৪ ক্রেডিট);

এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ ৫ বছর পর্যন্ত বহাল থাকবে৷ এ সময়ের মধ্যে শিক্ষার্থী প্রোগ্রামটি শেষ করার সুযোগ পাবে।

আবেদনের যোগ্যতা

মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা শিক্ষার্থীরা এমডিএম প্রোগ্রামে ভর্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ

*শুধু অনলাইনে আবেদন করা যাবে: এখানে ক্লিক করে;

*অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৪;

*প্রাথমিক মনোনীত তালিকা প্রকাশ: আগামী ৪ ডিসেম্বর ২০২৪;

*মৌখিক পরীক্ষা: ১২-১৩ ডিসেম্বর ২০২৪;

*চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪;

*ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন: ১৯ ডিসেম্বর ২০২৪—৯ জানুয়ারি ২০২৫;

*ওরিয়েন্টেশন: ১৭ জানুয়ারি ২০২৫;

*টিউটোরিয়াল ক্লাস: ২৪ জানুয়ারি ২০২৫;

আবেদন যেভাবে

*ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে osapsnew.bou.ac.bd অথবা bou.ac.bd ব্রাউজ করে OSAOS-এ প্রবেশের পর Offered Program সেকশনের Open School (OS)-এ ক্লিক করে 4Master of Disaster Management (MDM)-এর ডানে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন।

*Master of Disaster Management (MDM)-এ ভর্তির নির্দেশাবলি পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন।

*অনলাইনে আবেদন ফরমটির General Information-এর ধাপগুলো যথাযথভাবে পুরণ করে Next বাটনে ক্লিক করুন।

*Personal Information যথাযথভাবে পুরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format) এবং প্রার্থীর স্ক্যান করা স্বাক্ষর (300×300 JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করতে হবে।

*Academic Information ধাপে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করে এবং অভিজ্ঞতার তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে) Professional Information ধাপে সঠিকভাবে পুরণ করে Finish বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

ফরম পূরণ শেষে প্রার্থীর মোবাইলে SMS এবং ইমেইলে Temporary User ID I Password প্রেরণ করা হবে। Proceed to Payment বাটনে ক্লিক করলে Online Payment Gateway-গুলো থেকে যেকোনো একটির মাধ্যমে ফি জমা দিতে হবে।

ভর্তিতে ফি সংক্রান্ত দরকারি তথ্য

*আবেদন ফরম ফি: ১০০০ টাকা;

*কোর্স ফি: ১০,০০০ টাকা (প্রতি কোর্স ২৫০০ টাকা করে ৪টি কোর্স ১০,০০০ টাকা);

*রেজিস্ট্রেশন ফি: ১৫০০ টাকা;

*পরীক্ষা ফি (প্রতি সেমিস্টার): ৩০০০ টাকা;

*প্রেজেন্টেশন ফি (৪টি কোর্স): ৮০০ টাকা (প্রতি কোর্স ২০০ টাকা করে);

*একাডেমিক ক্যালেন্ডার ফি (প্রতি বছর): ১০০ টাকা;

*ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা;

*নম্বরপত্র ফি (প্রতি সেমিস্টার): ২০০ টাকা;

*সর্বমোট ভর্তি ফি: ১৫৮০০ টাকা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ