মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

সড়ক অবরোধ কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের
সড়ক অবরোধ কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের   © টিডিসি ফটো

রাজধানীর প্রবেশ মুখের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী অংশের সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১০ জুলাই) সকাল থেকে সরকারি তিতুমীর কলেজ থেকে শিক্ষার্থীরা এসে অবস্থান নেন এতে দুইপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুইশতাধিক শিক্ষার্থী মহাখালীতে অবস্থান নেয়। দাঁড়িয়ে তারা রাস্তা ব্লক করে রাখে। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচির পক্ষে এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 'দালালি না রাজপথ, রাজপথ,রাজপথ' 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই না' সকাল সন্ধ্যা ব্লকেড সফল করো, সফল করো' এসব স্লোগান মুখরিত করে রাখে কোটা সংস্কার আন্দোলনকারী  শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!