নজরুল বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে শিক্ষার্থীদের তালা

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস ও ব্যাংকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস ও ব্যাংকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক নারী ছাত্রীকে হেনস্তার ঘটনায় পাঁচ ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ মার্চ) অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বহিষ্কার করে তদন্ত পরিচালনার দাবিতে তালা দেন তারা। কলা, বিজ্ঞান, প্রশাসনিক, প্রক্টর ও ব্যাংকে এ তালা দেওয়া হয়েছে।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এর আগে অভিযুক্তদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গত সোমবার (১১ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি তদন্ত সাপেক্ষে মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন উপাচার্য। 

পরে মঙ্গলবার (১২ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চার ঘণ্টা আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন: রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে আস্থা রেখে পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আশ্বাসের বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন। এরপর আজ ফের আন্দোলন শুরু করেছেন তারা।

এর আগে গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীসহ একাধিক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ