পে স্কেল আদায় করেই ঘরে ফিরব : আসাদুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ PM
ডেডলাইনের মধ্যে নতুন পে স্কেল না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এই কর্মচারী নেতা বলেন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডের সমন্বয়ে সর্বনিম্ন স্কেল ৩৫ হাজার টাকা নির্ধারণ করে ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। পাশাপাশি আগামী বছরেড ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারা দেশের সরকারি চাকরিজীবীরা আন্দোলনে ঝাপিয়ে পড়বে।
আসাদুল ইসলাম বলেন, এখনো দশ বছর আগের পে স্কেল অনুযায়ী সরকার বেতন দিচ্ছে, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। আমরা আজ পথে বসা অবস্থায় আছি। সরকারের উচিত দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা।
প্রসঙ্গত, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার করে ১:৪ অনুপাতে গ্রেড ভেঙে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্য দূরীকরণ ও পে কমিশনের সুপারিশ অনুযায়ী ১৫ই ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ। এই সমাবেশের সারা বাংলাদেশ থেকে হাজার হাজার সরকারি চাকরিজীবীরা অংশ নেন।