সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেয়ার আহ্বান এনসিপি নেতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ PM
সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে অংশ এ আহ্বান জানান তিনি।
মাহাবুব আলম বলেন, ২০১৫ সালে চালের দাম ছিল ৩০ টাকা। এখন বাজারের সবচেয়ে মোটা চালের দামও ৬০ টাকা। সেই ২০১৫ সালে চাকরির বেতন যত ছিল এখনো সেই বেতন আছে। আমাদের সরকার আসে সরকার যায়, তারা জিনিসপত্রের দাম বাড়ায়। প্রতিবছর আমাদের মূল্যস্ফীতি হয় কিন্তু আমাদের এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়ে না, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ বেতন দিতে হবে। যথাযথ বেতনের মধ্য দিয়ে সে যখন একটি সাউন্ড লাইফ স্টাইল লিড করতে পারবে তখন আসলে তার অন্যদিকে আর নজর দিতে হবে না। দুর্নীতি আর করবে না।
তিনি আরও বলেন, কিছু লোক নির্বাচনের মূলা ঝুলাচ্ছে। বলছে, আমরা ক্ষমতায় আসলে সব দাবি মেনে নেব। নির্বাচনের মূলা দেখিয়ে আর আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। নির্বাচনের আগেই আমাদের দাবি মেনে নিতে হবে।