রোভার স্কাউট লিডার ফারহানা রহমান ও মো. নাজমুল হাসান © সংগৃহীত ও সম্পাদিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. নাজমুল হাসান (পিআরএস) ও ফারহানা রহমান (পিআরএস) বাংলাদেশ স্কাউটস-এর রোভার স্কাউট শাখায় মর্যাদাপূর্ণ উডব্যাজ অর্জন করেছেন। বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) এএইচএম মহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. নাজমুল হাসান (পিআরএস) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ফারহানা রহমান (পিআরএস) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।
উডব্যাজ স্কাউট আন্দোলনের একটি সর্বোচ্চ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ সম্মাননা, যা স্কাউট আন্দোলনে ‘পিএইচডি-সমমান’ যোগ্যতা হিসেবে বিবেচিত। পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম সম্পন্নকরণ, নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ, নির্ধারিত অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পাদন এবং আনুষ্ঠানিক পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। আঞ্চলিক স্কাউটসের পরিদর্শন ও সুপারিশক্রমে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে উডব্যাজ অনুমোদন করা হয়।
উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় সকল প্রশিক্ষণ ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন। রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জনের ফলে নাজমুল হাসান ও ফারহানা রহমান রোভার স্কাউটদের আরও কার্যকরভাবে দিকনির্দেশনা প্রদান এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা করতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এর পূর্বে তারা উভয়েই স্কাউট শাখায় উডব্যাজ অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও স্কাউটিং আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও, ছাত্রজীবনে রোভার স্কাউট হিসেবে তারা দু’জনই প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন, যা তাদের ধারাবাহিক সাফল্য, নিষ্ঠা ও উৎকর্ষতার প্রতীক।
নাজমুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রোভার স্কাউট লিডার হিসেবে উডব্যাজ অর্জন আমার স্কাউটিং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। উডব্যাজ অর্জনের পথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কাউটসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যতেও সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।
ফারহানা রহমান বলেন, রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। স্কাউট আন্দোলনের আদর্শ ধারণ করে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা এবং মানবিক মূল্যবোধ গঠনে আজীবন কাজ করে যেতে চাই। এই অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
স্কাউটার নাজমুল ও ফারহানা এই অর্জন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।