বিইউএফটিতে তিন দিনব্যাপী 'উদ্যোক্তা মেলা-২০২৫'

বিইউএফটিতে উদ্যোক্তা মেলা
বিইউএফটিতে উদ্যোক্তা মেলা  © সংগৃহীত

রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'উদ্যোক্তা মেলা-২০২৫'। বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য সংগঠন বিইউএফটি বিজনেস ক্লাব এ আয়োজন করছে আগামী ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২৫।

ইভেন্টের প্রথম দিন, ১৩ ডিসেম্বর, কমিউনিটি পার্টনার TEDxUttara-এর বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। পরবর্তী দুই দিন ১৪ ও ১৫ ডিসেম্বর— মেলাটি অনুষ্ঠিত হবে বিজিএমইএ ইউনিভার্সিটি ক্যাম্পাসে জমকালো আয়োজনে।

বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরান বলেন, 'আগামী দিনের উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আমরা। শিক্ষার্থী অবস্থায় বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের জন্য এই মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে থাকবে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটেগরির স্টল।'

তিনি আরও জানান, বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান নিয়ে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ‘বিজনেস কেস কমপিটিশন’। এছাড়াও দেশের বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি লিডারদের নিয়ে আয়োজিত হবে প্যানেল ডিসকাশন, সেমিনার এবং ট্রেনিং সেশন, যা শিক্ষার্থীদের বাস্তব ব্যবসার অভিজ্ঞতা অর্জনে বড় ভূমিকা রাখবে।

ইভেন্টে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিইউএফটির চেয়ারম্যান জনাব ফারুক হাসান, এক্টিং ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বরশা, তাজা হেয়ার অয়েল-এর সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংক-এর এম এম মাহবুব, শায়েলা আবেদিন, স্টেপ ফুটওয়্যার-এর সিইও আমিনুল ইসলাম শামীম সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও কর্পোরেট নেতৃবৃন্দ।

শেখ মোহাম্মদ ইমরান বলেন, 'শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের বড় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এমন একটি আয়োজন করতে পেরে অত্যন্ত গর্বিত।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence