ইউআইইউতে উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩০ PM
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রাম আয়োজিত ‘উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনী-সামার ২০২৫’ শিরোনামে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন, স্টার্টআপ ও উদ্যোক্তা সম্ভাবনার দিনব্যাপী প্রদর্শনী গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আলাদিনকিডসের ব্যবস্থাপনা পরিচালক এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও মেন্টর ইকবাল বাহার জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এই প্রোগ্রাম আয়োজনে নেতৃত্বে ছিলেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার এবং ইউআইইউ আইকিউএসির উপপরিচালক ও সহকারী অধ্যাপক জাকোয়ান। 

এই উদ্যোক্তা প্রকল্প প্রদর্শনীটি বিবিএ পাঠ্যক্রমের অধীনে ‘এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট’ স্নাতক কোর্সের আওতাধীন। এই কোর্সে শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা এবং প্রস্তাবনা, পণ্যের প্রোটোটাইপ, ওয়েবসাইট, টিভি বিজ্ঞাপন এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ইত্যাদি বিষয়ে পড়ানো হয়। উক্ত প্রদর্শনীতে প্রায় ১০০ জন শিক্ষার্থীর সমন্বয়ে ২০টি দলে অংশগ্রহণ করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদের প্রকল্পগুলো প্রদর্শন করে। 

প্রদর্শনী শেষে, তিনটি দলকে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হিসেবে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারী সবাইকে প্রশংসাপত্র প্রদান করা হয়। 

এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা প্রদর্শন করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ব্যবসায়ী নেতাদের মধ্যে উদ্ভাবন, সৃজনশীলতা এবং টেকসইভিত্তিক ব্যবসায়িক সমাধান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ এবং উদ্যোক্তাসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল…
  • ২১ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9