আশা ইউনিভার্সিটিতে কোরিয়ার সংসিল ইউনিভার্সিটির সেমিনার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৬ AM
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) ‘আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও কোরিয়ার সংসিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে ইউজিসির চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং আশাইউবিকে নিয়মিত এ ধরনের সেমিনার আয়োজনের আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোরিয়ার সংসিল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কনসালট্যান্ট অধ্যাপক ড. মোজেস চো, চুন হো। তিনি আশাইউবি ও সংসিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং আশাইউবিতে ‘ওপেন অনলাইন মাস্টার্স প্রোগ্রাম’ চালুর প্রস্তাব দেন। তিনি শুধু সনদ বা ডিগ্রি নয়, বরং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা ও শিল্পক্ষেত্রে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্যের বক্তব্যে অধ্যাপক ড. এস এম রেজাউল করিম প্রধান অতিথি, মূল বক্তা, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সংসিল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার মনোভাবের প্রশংসা করেন এবং যৌথভাবে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সেমিনারটি আশাইউবি ও সংসিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়, যার লক্ষ্য হলো উচ্চশিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম দক্ষ স্নাতক তৈরি করা।