আশা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন উপাচার্য

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিম
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিম  © সংগৃহীত

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি একে একে ক্লাসরুম, ল্যাবরেটরি ও শিক্ষকদের কার্যপরিধি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

আজ রবিবার বেলা ১১টায় তিনি এ পরিদর্শন শুরু করেন।

এ সময় উপাচার্য ক্লাসরুমে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলো। পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, মানবিকতা ও প্রযুক্তি জ্ঞানের সমন্বয়েই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে।’

শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক ড. এস এম রেজাউল করিম বলেন, ‘গুণগত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের শুধু সনদধারী নয়, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম বাড়াতে হবে।’

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠিত হচ্ছে, কেন্দ্রের চার শীর্ষ পদে হবে নির্বাচন

তিনি আরও বলেন, ‘শিক্ষকেরাই জাতি গঠনের কারিগর। তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমেই শিক্ষার মান বৃদ্ধি পাবে। আমরা একটি দায়িত্বশীল ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে কাজ করে যাচ্ছি।’

পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোছা. জিনাত তারা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!