আশা ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. রেজাউল করিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:১০ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০২:৫১ PM
আসা ইউনিভার্সিটি বাংলাদেশ (আসাউবি)-এর নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম। রবিবার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
চার দশকের বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে অবদান রাখা এই গুণী ব্যক্তি বাংলাদেশ, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান (UMK) ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM)-তে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর অধ্যাপনায় যুক্ত ছিলেন।
প্রফেসর করিম আন্তর্জাতিকভাবে পরিচিত একজন উইড সায়েন্স (অবাঞ্ছিত আগাছা বিজ্ঞান) গবেষক। তিনি মালয়েশিয়ায় প্রথমবারের মতো Parthenium hysterophorus (কিলার উইড) শনাক্ত করে জাতীয় স্বীকৃতি লাভ করেন এবং ‘Parthenium Weed Research Group’ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশে ‘Weed Science Society’-এর প্রতিষ্ঠাতা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর আসা ইউনিভার্সিটি বাংলাদেশ (আসাউবি)-এর নতুন উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়টিকে একটি গবেষণাভিত্তিক, উদ্ভাবনমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, “আমার স্বপ্ন আসাউবিকে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও সমাজ পরিবর্তনের সক্ষমতা নিয়ে গড়ে উঠবে।” গবেষণাকে শিক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “প্রয়োগভিত্তিক গবেষণার মাধ্যমে আমরা এমন জ্ঞান সৃষ্টি করব যা সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।”