জুলাই বিপ্লবের উপেক্ষিত ইতিহাস নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে নর্দান ইউনিভার্সিটি

ঢাবির নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রথম আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন ২০২৫’-এ এনইউবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মৌখিক ও পোস্টার প্রবন্ধ উপস্থাপন করেছেন
ঢাবির নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রথম আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন ২০২৫’-এ এনইউবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মৌখিক ও পোস্টার প্রবন্ধ উপস্থাপন করেছেন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘প্রথম আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন ২০২৫’-এ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মৌখিক ও পোস্টার প্রবন্ধ উপস্থাপন করেছেন। সম্মেলনের মূল বিষয় ছিল ‘The Legacy of July Revolution 2024: Rebuilding Bangladesh’ (জুলাই বিপ্লবের উত্তরাধিকার: বাংলাদেশের পুনর্গঠন)। 

ইংরেজি বিভাগের একটি দল মৌখিক প্রবন্ধ উপস্থাপন করে। গবেষণাপত্রটির শিরোনাম ছিল ‘Rooted Melancholy: Subaltern Memories and the Politics of Collective Memory in Post-Revolution Bangladesh’।

আখন্দ মোহাম্মদ আদিল, তানিয়া আলম মেঘ ও আশুরাতুজ সোফিয়া নোভা এই গবেষণায় দেখিয়েছেন, জুলাই বিপ্লবের সময় গ্রামীণ কৃষক, শ্রমজীবী মানুষ, আদিবাসী ও নারীরা মূল চালিকাশক্তি হলেও তাদের অবদান প্রাতিষ্ঠানিকভাবে অবহেলিত। গবেষণাটি সাক্ষাৎকার ও নথিপত্রের ভিত্তিতে তৈরি এবং এতে শিক্ষা পাঠ্যক্রম, স্মৃতিসৌধ নির্মাণ ও আর্কাইভের অংশ হিসেবে এসব স্মৃতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে, পোস্টার উপস্থাপন করেন মনোয়ারা কবির তৃপ্তি, মাহিমুর মান্নান ও এস. এম. আবদুল্লাহ রাফি। তাদের গবেষণার শিরোনাম ছিল, ‘From Uprising to Recovery: Approaching Structural Violence and Victim Rights After Bangladesh’s July Revolution’। তারা ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী সময়ের মানসিক স্বাস্থ্য সংকট, কাঠামোগত সহিংসতা ও ভুক্তভোগীদের অধিকার নিয়ে আলোকপাত করেন। গবেষণায় আন্তর্জাতিক মডেলের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে ট্রমা সেন্টার, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার এবং ভুক্তভোগী তালিকা প্রণয়নের মতো বাস্তবভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি শিক্ষার্থীদের গবেষণাধর্মী সাফল্যের প্রশংসা করেন।


সর্বশেষ সংবাদ