ব্র্যাক ইউনিভার্সিটিতে চলছে  ‘চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ’

২৪ জুন ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:০৫ PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ

ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ © সংগৃহীত

চীন ও বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক বন্ধন এবং ঐতিহ্যভিত্তিক সম্পর্ক উদযাপন করতে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ’। দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজুবত করতে ‘মিলেনিয়াম কালচারাল বন্ডস’ চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় মাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে এ সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহের আয়োজন করা হয়েছে।

আয়োজনে তুলে ধরা হয়েছে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতা যার মধ্যে রয়েছে চীনের ঐতিহ্যবাহী শিল্প, বাদ্যযন্ত্র এবং হস্তশিল্প। ২২ জুন এ আয়োজনের উদ্বোধন হয়েছে। চলবে ২৬ জুন পর্যন্ত।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. ওয়ারেস হোসেন, জাতীয় গ্রন্থাগারের পরিচালক আরিফুল হক এবং চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা মি. লি শাওপেং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীনা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের মনোনীত বাহক মি. হান ঝিকিয়াং ও মিস ইয়ুয়ান শিউহুয়ান, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক সহযোগিতায় যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং দেশি-বিদেশি অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি এক হাজার বছরের পুরোনো সাংস্কৃতিক বন্ধনের সোপান। এই ঐতিহ্য মানবিকতায় গাঁথা, ভাষা ও সংস্কৃতিতে মিলিত। তারা আরও বলেন, বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য দুই জাতির মাঝে সময়ের সেতু রচনা করেছে, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসূত্রে আবদ্ধ।

চীন বর্তমানে ইউনেস্কো স্বীকৃত সর্বাধিক ৪৪টি বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী দেশ। এই অনুষ্ঠানে অংশ নেওয়া চীনা প্রতিনিধিরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুচেং ও এরহুর পরিবেশনার মাধ্যমে দেশটির সংস্কৃতিকে দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। এছাড়াও মার্শাল আর্ট প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে চীনের প্রাচীন হস্তশিল্প, বাদ্যযন্ত্র এবং সংস্কৃতিভিত্তিক নিদর্শন। এই ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সপ্তাহ’ শুধু একটি প্রদর্শনী নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং পারস্পরিক মৈত্রীর এক অনন্য উদাহরণ।

‘রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘ…
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারের প্রচারণা গণভোটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে: বিএ…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, সে…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9