ইস্টার্ন ইউনিভার্সিটি-ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ইউনাইটেড হেলথ কেয়ার এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই সমঝোতা স্মারকের আওতায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং কেবিন সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। এই সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ ফাইজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ), ইউনাইটেড গ্রুপ।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কে. এম. মনিরুল ইসলাম, উপ-পরিচালক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিস এবং মো. মহিউদ্দীন মজুমদার, সহকারী পরিচালক, জনসংযোগ। ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারেক সামী রহমান, হেড অব কাস্টমার রিলেশনস বিভাগ ও কর্পোরেট মার্কেটিং, ইউনাইটেড হেলথকেয়ার।