বিইউএফটি লিও ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি © সংগৃহীত
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর লিও ক্লাবের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য মোহাম্মদ নাসির, উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।
এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পরিচালক ড. শাহানা জাফর, উপ-পরিচালক ড. জাহিদুর রহমান, পিএন্ডডি বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান, ক্লাবের উপদেষ্টা সাব্বির আহমেদ আবির, ক্লাবের সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।
অতিথিরা এই উদ্যোগের জন্য বিইউএফটির লিও ক্লাব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশংসা করেন।