সহকারী অধ্যাপক শামীমা আক্তার © টিডিসি ফটো
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক শামীমা আক্তার। গত বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা কেক কেটে ও ফুল দিয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিভাগে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নতুন দায়িত্ব পেয়ে শামীমা আক্তার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'অর্থনীতি বিভাগের একাডেমিক কার্যক্রম ও গবেষণার মানোন্নয়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান।'
উল্লেখ্য, শামীমা আক্তার দীর্ঘদিন ধরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।