জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য © সংগৃহীত
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া মনন বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিআইইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো ‘ডিআইইউ অ্যাথলেটস ডে-২০২৬’, যেখানে দিনব্যাপী নানা ইভেন্টে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।
প্রতিযোগিতায় পুরুষ ও নারী শিক্ষার্থীরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার (রিলে), গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্পসহ মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য ৬টি, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ৫টি এবং স্টাফদের জন্য ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিআইইউ স্পোর্টস ক্লাবের প্রায় ১৭ জন ক্রীড়া শিক্ষক ও ৩০ জন স্বেচ্ছাসেবক সারা দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক, শিক্ষয়িত্রী, প্রশাসনিক কর্মকর্তা ও স্টাফ অংশগ্রহণ করেন।
ডিআইইউ স্পোর্টস ক্লাবের পরিচালক মো. তাহজীব উল ইসলাম (সহযোগী অধ্যাপক, সিএসসি বিভাগ) কনভেনর হিসেবে এবং শাহিনুল ইসলাম (সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ) কো-কনভেনর হিসেবে প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে ডিআইইউ প্রশাসন সর্বদা সচেতন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের সহযোগিতায় ডিআইইউ স্পোর্টস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (প্রক্টর ও প্রভোস্ট)সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।