ঢাকা অঞ্চলের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী © টিডিসি
‘চিহ্নিত দাগী সন্ত্রাসী, নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ ব্যক্তিকে নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, সেটা আপনাদের ব্যাপার’, নির্বাচনের প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
আজ বুধবার (২১ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ইউনুচ আলী প্রার্থীদেরকে বলেন, প্রচারণা করতে গিয়ে এমন কিছু যেন না করি, যাতে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়।
তিনি বলেন, আপনাদের হাত ধরেই সংসদে আইন তৈরি হবে। আপনাদের তৈরি আইনই আমরা প্রতিপালন করব।
অনুরোধ জানিয়ে এ কর্মকর্তা বলেন, আগামীকাল থেকে আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা দেখিয়ে কাজ করবেন। আমরা আপনাদের আচরণবিধি দিয়েছি, আপনাদের কর্মীবাহিনীকে এই আচরণবিধি সম্পর্কে অবগত করবেন, যেন এটি লঙ্ঘন না হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী সবশেষে বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলাবাহিনীর একার নয়, প্রার্থীদেরও দায়বদ্ধতা রয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।