ইউএপি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) হিজাব-নিকাব অবমাননা ও আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের পর দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
এর রেশ কাটতে না কাটতেই গতকাল (১৯ জানুয়ারি) অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার প্রতিষ্ঠানটি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
বন্ধ থাকা সত্ত্বেও মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্যদের তাদের সামনে আসার জন্য ৩০ মিনিটের সময় বেধে দেন। অন্যথায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, ধর্মীয় বৈষম্য, শিক্ষার গুণগত মানের অবনতি, অবকাঠামো সংকটসহ বিভিন্ন ইস্যুতে গত ১৮ জানুয়ারি আন্দোলন শুরু করেন তারা।