স্বপ্নপূরণের মুহূর্ত: সম্মানের চূড়ায় ইউএপি’র ১৮ গ্র্যাজুয়েট

২৬ জুলাই ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩০ AM
স্বপ্নপূরণ হওয়া ১৮ শিক্ষার্থী

স্বপ্নপূরণ হওয়া ১৮ শিক্ষার্থী © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে এক হাজার ৯৭৫ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে এক হাজার ২৭৩ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৭০২ জন শিক্ষার্থী ছিলেন। শনিবার (২৬ জুলাই) রাজধানীর মাটিকাটার সেনাপ্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এ বছরের সমাবর্তন।

সমাবর্তনে সর্বোচ্চ সম্মাননা আচার্য ও উপাচার্য গোল্ড মেডেল পেয়ে স্বপ্নপূরণ হয়েছে ১৮ শিক্ষার্থীর। এর মধ্যে তিনজন পেয়েছেন আচার্য গোল্ড মেডেল। আর উপাচার্য গোল্ড মেডেল পেয়েছেন ১৫ শিক্ষার্থী।

সমাবর্তনে আচার্য ‘স্বর্ণপদক’ পেয়েছেন ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) শিক্ষার্থী গাজী শাহবাজ মোহাম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিদীতা সরকার দিবা এবং একই বিভাগের শিক্ষার্থী রিপা রাণী বিশ্বাস। 

এছাড়াও উপাচার্য স্বর্ণপদক পেয়েছেন, বিবিএর জান্নাতুল মাওয়া আনন্যা, সিএসইর মো. মুবতাসিম ফুয়াদ, ইংরেজি বিভাগের তানজীলা হক, আর্কিটেকচারের আশরাফুল হোসেন, বিবিএর মো. নাফিউল করিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন, সিএসইর মো. আতীক শামস, ইইই বিভাগের মো. কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের মেহবুবা মাহনূর জেসি, ফার্মেসি বিভাগের মোসা. জান্নাতুন শরবান তাহুরা, ফার্মেসির মোসা. রুকসানা রিমি, বিবিএর মেহেজাবীন তাবাসসুম, সিভিলের মো. আনামুল হক নাসিব, সিএসই মো. মোমিনুল হক ও ফার্মেসি বিভাগের সাদিয়া আফরিন সাবা।

“কমিটেড টু এক্সিলেন্স”-এই মূলমন্ত্রে অনুষ্ঠিত হওয়া সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েতুর রহমান।

উপাচার্যের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সমাবর্তনে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মার্শালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম।

সমাবর্তনের বিশেষ আকর্ষণ ছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বনন্দিত রাজনীতিবিদ ড. মাহাথির বিন মোহাম্মদের শুভেচ্ছা বার্তা, যা ভিডিও বার্তার মাধ্যমে সম্প্রচার করা হয়।

 

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9