ডুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট

শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১৪০টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি

ডুয়েটে ‘বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ২০২৫’–এর সমাপনী অনুষ্ঠিত
ডুয়েটে ‘বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ২০২৫’–এর সমাপনী অনুষ্ঠিত  © টিডিসি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ২০২৫’–এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ মে) দ্বিতীয় দিনে সকাল ৯টায় শুরু হয়ে ৫ঘন্টা চলে মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা। 

জানা যায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০টি টিম অংশগ্রহণ করে। এতে প্রতিযোগীরা বাংলাদেশ কম্পেটিটিভ প্রোগ্রামিং সোসাইটি (বিসিএস) প্রণীত জটিল ও বাস্তবভিত্তিক অ্যালগরিদমিক সমস্যা সমাধানে অংশ নেয়।

প্রতিযোগিতার পর বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং ডুয়েট-আইইউপিসির কনভেনর অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বেটোপিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মনির হোসেন। এছাড়া, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে ভূমিকা পালন করেন সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ।

আরও পড়ুন: সরকার ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করেই দায়মুক্ত হতে চায়: ছাত্রদল সভাপতি

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকো ক্রাউস টিম। এ টিম ৫০ হাজার টাকা পুরস্কার পায়। অন্যদিকে, প্রথম রানারআপ হয় বুয়েটের বুয়েট সুপারনোভা। এ টিম পুরস্কার হিসেবে পায় ৩৫ হাজার টাকা। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয় বুয়েট হতাশা টিম। যারা ২৫ হাজার টাকা পুরস্কার পায়।

প্রতিযোগিতা আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল বেটোপিয়া গ্রুপ এবং কো-স্পন্সর ছিল ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস এবং ডুয়েট সাংবাদিক সমিতি। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে ডুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ডুয়েট কম্পিউটার সোসাইটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence