কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি

১৯ জুন ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে দেশের ১৫ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এতে আটটি সরকারি বিশ্ববিদ্যালয় ও সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯৫১–১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এ বছর বিশ্বের ১৪৩টি দেশের ৪ হাজার ১৫০টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। 

আজ বৃহস্পতিবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। 

বাংলাদেশের প্রেক্ষাপটে, অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউ তৃতীয় অবস্থানে রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে এনএসইউ। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে নিয়োগকর্তাদের কাছে সুনাম এবং আন্তর্জাতিক শিক্ষকসংখ্যা। একাডেমিক খ্যাতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ফলাফলে তৃতীয়, টেকসই উন্নয়ন ক্যাটাগরিতে চতুর্থ, এবং আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের বৈচিত্র্যের দিক থেকে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়াও, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে দশম এবং শিক্ষকপ্রতি সাইটেশনের ভিত্তিতে একাদশ অবস্থান পেয়েছে এনএসইউ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই অর্জন সবার কঠোর পরিশ্রমের ফলাফল। সেরা হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাওয়ার জন্য এনএসইউ পরিবারের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি এনএসইউ’র পুরো কমিউনিটির অগ্রগতির সম্ভাবনা ও ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রভাব রাখার সক্ষমতাকে তুলে ধরে। 

উল্লেখ্য, কিউএস র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণ স্বেচ্ছাধীন, এবং কিউএস নিজ উদ্যোগে কোনো তথ্য সংগ্রহ করে না। অর্থাৎ, এই র‍্যাঙ্কিং শুধুমাত্র সেইসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, যারা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। ফলে এটি বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের একটি সামগ্রিক র‍্যাঙ্কিং নয়।

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9